ছবির দেশে | 4th Batch '88 Exhibition | Academy of Fine Arts, Kolkata, 21st February - 27 February 2020 অনবদ্য শিল্পকলা প্রদর্শনী ব্যাচ এইট্টিএইটের
ওয়েব ডেস্ক : অনবদ্য এক শিল্পকলা প্রদর্শনী উপহার দিল গভ: কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাচ '৮৮ গ্রুপ। জল রঙ, তেল রঙ, অ্যাক্রিলিক, ডিজিটাল প্রিন্ট, মিক্সড মিডিয়া, গ্লাস পেইন্টিং, ব্রোঞ্জ, ফাইবার সহ বিভিন্ন মাধ্যমে সৃষ্টি চিত্রকলা ও ভাস্কর্য এই প্রদর্শনীতে রয়েছে। ৩৪ জন চিত্রকর ও ভাস্কর ব্যাচ '৮৮-এর চতুর্থ প্রদর্শনীতে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছেন অভিজিৎ দাস, অরিন্দম সেনগুপ্ত, অসিত কুমার সরকার, ভাস্কর ঘটক, বিজয় চৌধুরি, বিকাশ সাহা, চন্দন বৈতালিক, চন্দন মুখার্জি, দেবেন্দ্র নাথ লাহা, দীপঙ্কর ঘোষ, গৌর দেবনাথ, গৌরি ভৌমিক, গৌতম দাস, জয়ন্ত রায়, কমলদীপ ধর, কৃপাসিন্ধু ভট্টাচার্য, মানস চক্রবর্তী, নিতাই দাস, পবিত্র সাহা, রিনা মুস্তাফি, সন্দীপ চক্রবর্তী, শঙ্করী মিত্র, শঙখজিৎ জানা, শান্তনু প্রামানিক, শিখা দাস, শুভ্রা চক্রবর্তী, সুবীর কয়াল, সুব্রত দেবনাথ, সুশান্ত রায়, তন্দ্রা চন্দ, তপন কুমার দাস, তাপস কান্তি মিত্র, তপতী মিত্র, উৎপল ঘোষ প্রমুখ।
ব্যাচ ' ৮৮- এর অন্যতম সদস্য তাপস কান্তি মিত্র এই প্রদর্শনী সম্পর্কে বলেন, ১৯৮৮ সালে গভ : কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে আমরা ৬০ জন ফাইন আর্টস, কমার্শিয়াল আর্টস সহ বিভিন্ন বিষয়ে পাশ করেছি। ২৫ বছর পরে আমরা কয়েকজন ঠিক করি যে, আমরা এক জায়গায় হবো। আমরা যখন কলেজে ছিলাম, তখন মোবাইল- ইন্টারনেটের চল ছিল না। ফলে কাজটা খুবই কষ্টসাধ্য ছিল। ইতিমধ্যে অনেকেই ভিন রাজ্যে বা বিদেশে চলে গিয়েছে। তার মধ্যে আমরা অনেককেই এক জায়গায় আনতে পেরেছি। ২০১৩ সাল থেকে এই উদ্যোগ শুরু হয়। ২০১৫ সালে ব্যাচ '৮৮-এর প্রথম প্রদর্শনী সংগঠিত করা হয়। ওই প্রদর্শনীতে ৪৫ জন অংশ নেয়। এবার আমাদের চতুর্থ প্রদর্শনী। এবার ব্যাচ '৮৮-এর ৩৪ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে সৃষ্টি কাজ রয়েছে প্রদর্শনীতে।
#GrambanglarKhabar

0 Comments